-: রিটার্ন এবং রিফান্ডের শর্তবলী:-   

রিটার্নের শর্তাবলী

সম্মনিত কাস্টমার পণ্যটি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিছুক্ষন সময় নিয়ে পণ্যটি ভালো করে চেক করে দেখুন। যদি পন্যের কোনো সমস্যা বা ত্রুটি খুঁজে পান, তাহলে প্রথমেই 01717941106 এই নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে জানান অথবা আপনি পন্যটি হাতে পাওয়ার ০4দিন পরে ও যদি প্রন্যের সমস্যা খুজে পান তাহলে ও আমাদেরকে কল করে জানান ।

রিফান্ডের শর্তাবলী

আমরা আপনাকে আমাদের পণ্যগুলি পরীক্ষা করার জন্য একটি অনন্য সুযোগ অফার করছি, পন্য নিয়ে আপনি যদি সন্তুষ্ট না হন তবে আপনি ডেলিভারির তারিখ থেকে 04 দিনের মধ্যে ফেরতের অনুরোধ করতে পারেন। যদি আপনি পণ্যের কিছু অংশ খেয়ে ফেলেন, তাহলে আপনাকে সেবনের পরিমাণের জন্য চার্জ দিতে হবে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্নের জন্য, 01717941106 এ আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।